পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও আশেপাশের এলাকায় কয়েকদিন ধরে চলা সহিংসতা ও বিক্ষোভের কারণে পুরো অঞ্চল থমথমে অবস্থায় আছে। খাগড়াছড়ি থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ নিয়মিত টহল চালাচ্ছে। বিগ্রেডিয়ার জেনারেল হাসান মাহমুদ জানান, স্থানীয় বিক্ষোভের নামে বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় ও অটোমেটিক অস্ত্রে গুলি চালাচ্ছে। ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি শুরু হলেও পরিস্থিতি দ্রুত সাম্প্রদায়িক উত্তেজনার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও জানান, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও তাদের অঙ্গসংগঠন এই সহিংসতার পিছনে রয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় এবং প্রমাণ সহ...