৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর হুইলচেয়ার পেল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম কাজী গ্রামের প্রতিবন্ধী মো. মনিরুজ্জামান মনির। এতে তার পৃথিবীর আলো-বাতাস সহজে দেখা ও চলাফেরার স্বপ্ন পূরণ হলো। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া তাঁর ব্যক্তিগত অর্থায়নে এ হুইলচেয়ারটি প্রদান করেন। এর আগে, গত রোববার (২৮ সেপ্টেম্বর) ‘প্রতিবন্ধী ছেলের জন্য রিকশাচালক বাবার হুইলচেয়ারের আকুতি, সাড়া মেলেনি কারও’ শিরোনামে সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। জিয়াউল ইসলাম জিয়া বলেন, গণমাধ্যমের মাধ্যমে এ পরিবারের অসহায়ত্বের বিষয়টি জানতে পারি। এতে ভীষণভাবে আমি মর্মাহত হই। তাৎক্ষণিকভাবে প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করি এবং ঢাকা থেকে নিজেই হুইলচেয়ার নিয়ে চলে আসি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট...