৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ পিএম কারুরে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের সভায় পদপিষ্টের ঘটনার স্মৃতির রেশ মিলিয়ে যাওয়ার আগে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা ভারতের চেন্নাইতে। অষ্টমীর সন্ধ্যায় (৩০ সেপ্টেম্বর) উত্তর চেন্নাই তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন একটি অংশ ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন ৯ জন শ্রমিক। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। নবরাত্রির মধ্যেই এই ভয়াবহ দুর্ঘটনায় বিদ্যুৎকেন্দ্রটিতে কর্মরত শ্রমিক ও কর্মচারিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আবাদি পুলিশ কমিশনারেটের এক মুখপাত্র জানিয়েছেন, এদিন নির্মাণকার্য চলার সময়েই প্রায় ৩০ ফুট উঁচু থেকে একটি নির্মীয়মাণ অংশ ভেঙে নিচে পড়ে। সেই সময়ে সেখানে কাজে ব্যস্ত থাকা শ্রমিকরা নিজেদের সরিয়ে নেওয়ার সময় পাননি। বিশাল...