সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী,আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু। মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে ওঠতে পারে। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তাই আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে।। যাতে করে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। সংখ্যালঘু তাকমা দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আপনাদের ব্যবহার করেছে। বিএনপি এদেশের সকল ধর্মের সবাইকে সমমর্যাদা দিয়েছে। সম...