পথচলার ছাব্বিশ বছর পার করে আজ বুধবার সাতাশ বছরে পদার্পণ করছে চ্যানেল আই। দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেলটির সাতাশতম জন্মদিনের স্লেøাগান ‘আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই সাতাশে’। ১৯৯৯ সালের ১ অক্টোবর পথচলা শুরু হয় চ্যানেলটির। ২৭ বছরে পদার্পণ উপলক্ষে এ বছর চ্যানেল আই প্রাঙ্গণে থাকছে না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার আয়োজন। তবে বর্ণিল বর্ণাঢ্য আয়োজনে পর্দাজুড়ে থাকবে জন্মদিনের উচ্ছ্বাস।পথচলার প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে থাকবে আজকের সংবাদপত্র বিশেষ পর্ব।সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু সংগীত পরিবেশন করবেন শিল্পী ফেরদৌস আরা, রফিকুল আলম, আবিদা সুলতানা এবং অণিমা রায়। সকাল ৯টা ৩০ মিনিটে থাকছে ‘সংবাদপত্রে বাংলাদেশ’ এর বিশেষ পর্ব। সকাল ১০টায় প্রচার হবে জিল্লুর রহমানের উপস্থাপনায় ‘তৃতীয়মাত্রা’র বিশেষ পর্ব। সকাল ১১টা ৫ মিনিটে শাইখ সিরাজ পরিকল্পনা ও পরিচালনায় ‘আলোছায়ার...