নওগাঁর নিয়ামতপুরে দুর্গা মন্দিরের জায়গা নিয়ে সনাতন সম্প্রদায়ের দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দারাজপুর বারোয়ারি দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার শ্রী অর্জুন বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শ্রী দিজেন চন্দ্র কবিরাজকে (৫৮) আটক করে। আরও পড়ুনআরও পড়ুনলঘুচাপের আভাস, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় অন্তরা (৩৫) নামে এক নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার করা হয়েছে। বাকিরা নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন- সুপ্রজিৎ, স্বপন হালদার, অর্জুন ও আরেকজনের নাম পাওয়া যায়নি। মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে সোমবার রাত ১১টার দিকে মন্দিরের জায়গা নিয়ে মন্দির প্রাঙ্গণে উভয়পক্ষে কথা কাটাকাটি...