শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল ৭ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর ভারতে পালিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শেরপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং মুক্তির পর ভারতে পালিয়েছেন। এমন খবরে শেরপুরে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি নিয়ে জেলা বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেতাকর্মীদের মধ্যে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এখানে পুলিশের ভূমিকা রহস্যজনক। জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ জানান, আমরা ফ্যাসিস্ট সরকারের সময় জামিন পেলেই পুলিশ আমাদের বিভিন্ন মামলা দিয়ে জেলগেট থেকেই আবারও আটক করে নতুন নতুন মামলা দিয়ে জেলে দিয়েছে। অথচ হত্যা মামলাসহ সাত মামলার আসামি কিভাবে জামিন নিয়ে দেশ...