গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১ লাখ টাকা জরিমানাসহ কারখানাটি বন্ধ ঘোষণা করেন আদালত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী এলাকায় অবস্থিত মায়া এন্টারপ্রাইজ নামের ওই কারখানায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।আরো পড়ুন:শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে নাট্যকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগনারায়ণগঞ্জের জিমখানায় যৌথ বাহিনীর অভিযানে আটক ২৪ শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে নাট্যকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ অভিযান চলাকালে প্রায় ১৫০ কেজি প্লাস্টিক দানা ও ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক)/১৫(১) ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একইসঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি বন্ধ করে দেওয়া...