বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে অন্য রকম লড়াই শুরু হলেও বিভাগীয় ও জেলা ক্যাটাগরিতে তেমন কোন উত্তেজনা নেই। পরিচালক পদের জন্য মনোনয়ন যাচাই-বাছাই শেষে তিনটি মনোনয়ন বাতিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন দুই জন। সাবেক বিসিবি পরিচালক এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের সঙ্গে প্রার্থিতা ফিরে পেরেছেন মো. হাসিবুল আলমও।আরো পড়ুন:৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন আমিনুল-ফাহিমদুই দিনের মধ্যে নির্বাচক থেকে পরিচালক রাজ্জাক ৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন আমিনুল-ফাহিম ক্যাটাগরি-১ (বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা) থেকে বিসিবি পরিচালক পদে নির্বাচন করবেন রেদোয়ান। তার মনোনয়ন বাতিলের ফলে একই বিভাগ থেকে মনোনয়ন দেওয়া বাকি দুই প্রার্থী-আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কথা ছিল। এখানে লড়াই হবে ত্রিমুখী।...