মূলধারার ক্রিকেটে প্রবেশ করছে সৌদি আরব। ক্রিকেট মোড়লদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (আইএলটি-২০)-র সঙ্গে কৌশলগত অংশীদারি ঘোষণা করেছে সৌদি আরব, যার ফলে টুর্নামেন্টে অংশ নেওয়া ছয়টি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে একজন সৌদি খেলোয়াড় রাখতে হবে। সৌদি আরব ক্রিকেট ফেডারেশন (এসএসিএফ) আইএলটি-২০-কে অনুমোদিত ও লাইসেন্সপ্রাপ্ত টি-টোয়েন্টি লিগ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ অংশীদারির মাধ্যমে আগামী মৌসুমে সৌদি আরবে ম্যাচ আয়োজনেরও সুযোগ তৈরি হবে। আইএলটি-২০-এর চেয়ারম্যান খালিদ আল জারুনি বলেন, সৌদি আরবের সঙ্গে অংশীদারির ঘোষণা আমাদের জন্য গর্বের বিষয়। দেশটির ক্রিকেট বিকাশের অঙ্গীকার সত্যিই অনুপ্রেরণাদায়ক। সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল-সৌদ বলেন, এই অংশীদারি দেশের ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি ভক্তদের সঙ্গে সংযোগ স্থাপন এবং অবকাঠামো ও পর্যটনের উন্নয়নের সুযোগ বৃদ্ধি করবে। আইএলটি-২০ সিজন-৪ আগামী...