অ্যানফিল্ডে রোমাঞ্চকর লড়াইয়ের শেষ দিকে লিভারপুলের সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে শাস্তি পেয়েছেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমেওনে। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে তার সেদিনের আচরণ ছিল ‘অক্রীড়াসুলভ’ এবং এজন্য তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে উয়েফার প্রতিযোগিতায়। ফলে মঙ্গলবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না সিমেওনে। চ্যাম্পিয়ন্স লিগে গত ১৮ সেপ্টেম্বরের ওই ম্যাচে শুরুতেই দুই গোল হজমের পর, ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট পাওয়ার সম্ভাবনা জাগায় আতলেতিকো। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে ৩-২ ব্যবধানে জিতে যায় লিভারপুল। তৃতীয় গোল হজমের পর এমনিতেই ক্ষুব্ধ ছিলেন সিমেওনে। পরে লিভারপুল সমর্থকদের থেকে ভর্ৎসনা শুনে আর মেজাজ ধরে রাখতে পারেননি তিনি। টেকনিক্যাল এরিয়ার পেছনে এক সমর্থকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় তাকে। এক পর্যায়ে গ্যালারির...