আমি হাতিয়া দ্বীপের মানুষের জন্য সংগ্রাম করতে এখানে এসেছি। আমি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়, দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। মঙ্গলবার নোয়াখালীর হাতিয়ার আফাজিয়া বাজারে ঐক্য ও সংহতি সমাবেশে তিনি একথা বলেন। হান্নান মাসউদ বলেন, এই দ্বীপ হাতিয়ার নদীভাঙনের ইতিহাস ৬০ বছরের ইতিহাস। হাতিয়ায় নদীভাঙন নিয়ে কেউ কাজ করেনি। কিলোমিটারের পর কিলোমিটার নদীর গর্ভে বিলীন হয়েছে, অনেক মানুষ ঘরবাড়ি হারা হয়েছে, কেউ তাদের পাশে দাঁড়ায়নি। নদী ভাঙ্গন কবলিত মানুষদেরকে নিয়ে তারা ব্যবসা এবং চাঁদাবাজি করেছে। নদী...