৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অস্বাভাবিক দাবি নিয়ে তোলপাড় চলছে যে, ডিমের কারণেই চীনের রাস্তাঘাট টেকসই হয়। #EggRoadChina হ্যাশট্যাগে ভাইরাল পোস্টগুলিতে বলা হচ্ছে যে চীনে রাস্তাগুলি ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করে তৈরি করা হচ্ছে। এই দাবির পরেই প্রশ্ন উঠছে যে, এটি আদৌ সত্যি না কি কাল্পনিক কোনও ঘটনা। ইনস্টাগ্রাম এবং টিকটকে ভাইরাল ভিডিওগুলি লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। সেই ভিডিওতে (সত্যতা যাচাই করেনি দৈনিক ইনকিলাব) তাতে দেখা যাচ্ছে যে, নির্মাণস্থলে ডিম ছুঁড়ে ফেলা হচ্ছে এবং তারপর রাস্তার উপকরণের স্তর স্থাপন করা হচ্ছে। ক্লিপগুলিতে দাবি করা হয়েছে যে ডিমের খোসা পিষে সিমেন্টের সঙ্গে মিশিয়ে চীনা ইঞ্জিনিয়াররা শক্তিশালী এবং টেকসই রাস্তা তৈরি করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের মতো দেশে, যেখানে নবনির্মিত রাস্তাগুলি প্রায়শই...