সম্প্রতি খাগড়াছড়িতে এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় পাহাড়ি এলাকায় অশান্তি বিরাজ করছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক মিতুল মারমা।আজ জাতীয় দলের অনুশীলনেও উঠে আসে সেই আলোচনার প্রসঙ্গ। মিতুল মনে করেন, এমন ঘটনা সবার জন্যই অপ্রত্যাশিত। গতকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প। আজ অনুশীলনের আগে মিডিয়া সেশনে অংশ নিয়ে মিতুল বলেন, ‘শুধু পাহাড় নয়, যে ঘটনাটা ঘটেছে সেটি নিয়েই লিখেছিলাম। আসলে শুধু পাহাড়ে নয়, বাংলাদেশের কোথাও এমনটা হওয়া উচিত না। সেই কারণেই স্ট্যাটাস দিয়েছিলাম। আমরা সবাই বাংলাদেশি। এখন আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য এখানে এসেছি। আমি মনে করি, পরিস্থিতি স্বাভাবিক হলে সেটা দেশের জন্য ভালো, সবার জন্যই ভালো। ’ সাম্প্রতিক নেপাল ম্যাচে মূল একাদশে জায়গা পাননি মিতুল। গোলবার সামলান শ্রাবন। তবে আসন্ন হংকং...