রাজশাহীতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার জরিমানা কালেকশনের ওপর একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আরএমপি ও জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর এবং সার্জেন্টদের নিয়ে ই-ট্রাফিক প্রসিকিউশন এবং জরিমানা আদায়ের পদ্ধতিগুলি তুলে ধরার জন্য কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন জনাব ফারজানা ইসলাম, পুলিশ সুপার, রাজশাহী। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালিত হয় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি জনাব কামরুন নাহার ও সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: মোফাক্কারুল ইসলাম এর তত্ত্বাবধানে। ব্যাংক এর পক্ষে বিশেষ অতিথি হিসেবে ছিলেন হেড অব কার্ডস জাহির আহমেদ। সার্বিক তদারকি ও পৃষ্টপোষকতা করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত। দিনব্যাপী এ প্রশিক্ষণের ফলে যে কোনো ব্যাংক কার্ড, মোবাইল আর্থিক পরিষেবা...