মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আবারও বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে দুটি ট্রলারসহ ১৪ জেলেকে আটক করা হয়।জেলেদের তথ্য অনুযায়ী, আটক হওয়া ট্রলার দুটি টেকনাফ পৌরসভার কায়ুখখালী ঘাটের মো. কালাম ও সৈয়দ আহমদের মালিকানাধীন। ট্রলার ও জেলেদের রাখাইনের নাইক্ষ্যংদিয়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।মিয়ানমারের রাখাইনের অধিকাংশ এলাকায় নিয়ন্ত্রক ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পরিচালিত ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক’-এর মাধ্যমে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।ওয়েবসাইটে আরাকান আর্মি দাবি করেছে, বাংলাদেশি দুটি ট্রলার মিয়ানমারের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার কারণে তাদের আটক করা হয়েছে।চিকিৎসার নামে প্রতারণা /জিন দিয়ে ‘অপারেশন’, ইনজেকশন হয় আঙুল দিয়েকায়ুখখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন, সাগরে মাছ শিকারে যাওয়া কয়েকটি ট্রলার ঘাটে ফিরছিল। এ...