বেহালার দুর্গাপুজো এই বছর কেবল ধর্মীয় উৎসব নয়, বরং যুদ্ধবিরোধী প্রতিবাদের মঞ্চে রূপ নিয়েছে। শিল্পীরা তাদের প্যান্ডেলকে সাজিয়েছেন গাজায় চলমান গণহত্যা ও খাদ্যসংকটের প্রতিফলন হিসেবে। তাঁদের মূল বার্তা:“Free Palestine”। শিল্পীরা জানাচ্ছেন, গাজার বর্তমান মানবসৃষ্ট দুর্ভিক্ষে মিল পাওয়া যায় বাংলার ১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষের সঙ্গে। ব্রিটিশ ঔপনিবেশিক নীতির মতো, ইজরায়েল মার্কিন সমর্থনে সাধারণ মানুষদের খাদ্যরসদ আটকাচ্ছে, যা মৃত্যু ও দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে। শিল্পী রাজনারায়ণ সন্ত্রা বলেন, “যেমন সময়ে চিত্তপ্রসাদ ও জয়নুল আবেদিন ক্ষুধার্ত মানুষের ছবি এঁকে প্রতিবাদ করেছিলেন, তেমনি আজ আমরা brush এবং sculpture দিয়ে প্রতিবাদ করছি।” প্যান্ডেলে প্রবেশমুখে দর্শকরা পাবেন গাজায় জন্ম নেওয়া কবি নামা হাসানের কবিতা“Face to Face”, যা পরিবেশন করছেন প্যালেস্তাইনি নাট্যশিল্পী রায়েদা ঘাজালেহ। প্রবেশপথ তৈরি হয়েছে মানুষের পাঁজরের কাঠামো দিয়ে, যা দুর্ভিক্ষে মানুষের শারীরিক ও মানসিক...