বিনোদন ডেস্কঃবাংলাদেশ পারফরম্যান্স আর্ট গ্রুপ শিল্পকলা একাডেমিতে পরিবেশন করলো পারফরম্যান্স আর্ট ‘জালাল উদ্দীন রুমী’। মঙ্গলবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আয়োজিত হয় এই পারফরম্যান্স আর্ট। অপূর্ব কুমার কুন্ডুর রচনায় এটির নির্মাণ ও পরিবেশনায় ছিলেন সুজন মাহাবুব। পারফরম্যান্সের কাহিনী গড়ে উঠেছে জালাল উদ্দীন রুমীর অন্তিম প্রয়াণের শেষ এক ঘণ্টাকে ঘিরে। সূর্য ডোবার পর মাগরিবের নামাজের আযানের মধ্যদিয়ে নাটক শুরু এবং আলোকিত চাঁদের জ্যোৎস্না ফোটার মধ্যদিয়ে নাটকের সমাপ্তি। কেনিয়া রাজ্যের এবং রুম প্রদেশের শাসনকর্তা মঈন উদ্দীন শাহ পরওয়ানের একান্ত অনুরোধে জালাল উদ্দীন রুমীর মৃত্যু পরবর্তী সমাধিস্থান নির্মাণ ভাবনা এবং শোকগাঁথা তথা এপিটাফ রচনার প্রেক্ষাপটকে ঘিরেই নাটকটি। জালাল উদ্দীন রুমীর অন্তিম ভাবনা-চিন্তা এবং শোকগাঁথা রচনার অন্তিম মুহূর্তগুলিতে স্মৃতি হয়ে একে একে ধরা দেয় মঈন উদ্দীন শাহ পরওয়ানের আগমন ও আবেদনের কথা।...