ঢাকা: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উৎসব ও সম্প্রীতির অনুপ্রেরণায় ফ্যাশন ব্র্যান্ড লা রিভ উন্মোচন করেছে তাদের পূজা কালেকশন ২০২৫। কালেকশনে নারী, পুরুষ ও শিশুদের জন্য থাকছে নানান ধরনের পোশাক ও আনুষঙ্গিক আয়োজন। লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘দুর্গাপূজা শান্তি ও সম্প্রীতির উৎসব। সেই ভাবনা থেকেই আমাদের পূজার কালেকশন সাজানো হয়েছে। ’ চিরায়ত লাল-সাদা রঙের পাশাপাশি এবারের কালেকশনে যুক্ত হয়েছে ফল ২৫ সিজনের ট্রেন্ডি রঙ—আর্জেন্ট অরেঞ্জ ও চকলেট ব্রাউন। ডিজিটাল প্রিন্ট, টাই-ডাই, পাওয়ার ফ্লাওয়ার, মান্দালা, পোলকা ডটসহ থাকছে নানা স্টাইল ও কাটের পোশাক। নারীদের জন্য থাকছে শাড়ি, কামিজ, টিউনিক, ফিউশন সেট ও কুর্তি। পুরুষদের জন্য থাকছে স্ট্রেচড্...