সোমবার রাতে ক্রীড়া উপদেষ্টা এবং তামিম ইকবালের নেতৃত্বাধীন বিএনপিপন্থি প্যানেলের শীর্ষ কর্তাদের বৈঠক ভেস্তে যাওয়ার পরই মনে হচ্ছিল বিসিবি নির্বাচন নিয়ে যে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছিল, তার ইতি ঘটতে যাচ্ছে। এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ায় এক নতুন জটিলতা তৈরির আভাস-ইঙ্গিতও মিলেছিল। সেটা আর কিছুই নয়। দুদকের ‘বিশেষ অবজারভেশনে’ থাকা ১৫ ক্লাবের ওপর আবার নির্বাচনী নিষেধাজ্ঞা নেমে আসতে পারে। আবার হাইকোর্টে রিট হওয়ারও যথেষ্ট সম্ভাবনা দেখা দিতে পারে। জাগো নিউজের পাঠকরা আজ মঙ্গলবার সকাল সকাল সে আগাম খবর জেনে গিয়েছিলেন। সে আভাস ও ইঙ্গিত মোটেই অমূলক বা মিথ্যা নয়। সত্য। মঙ্গলবার দুপুর গড়ানোর আগেই সেই ১৫ ক্লাবের কাউন্সিলরদের বিষয়ে আদালতে রিট হয়েছে এবং জানা গেছে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ নিজেই সে রিটটি করেন। রিটের অর্থ, ওই ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল এবং...