ঢাকা:বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কয়েক মাস ধরে নির্বাচন ব্যবস্থা নিয়ে বিতর্ক চলছে। বর্তমানে প্রচলিত ‘ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট’ (FPTP) বা যে বেশি ভোট পায় সেই জয়ী—এই পদ্ধতি নিয়ে নানা প্রশ্ন উঠছে।একদিকে এই পদ্ধতি যেমন স্থিতিশীল সরকার গঠনের নিশ্চয়তা দেয়, অন্যদিকে এর সীমাবদ্ধতা নিয়ে সমালোচকরা বরাবরই সরব। সাম্প্রতিক সময়ে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতির আলোচনা জোরেশোরে শুরু হয়েছে। এই পদ্ধতি কি আসলেই দেশের নির্বাচনী ব্যবস্থার সংকট দূর করতে পারবে? দীর্ঘদিন ধরে বাংলাদেশের নির্বাচনে যে পদ্ধতি চলছে, তা হলো এফপিটিপি। এই পদ্ধতির মূল সুবিধা হলো, এতে সরকার গঠনে কোনো জটিলতা থাকে না। যেহেতু একটি আসনে একজনই জয়ী হন, তাই সাধারণত একটি দল সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর ফলে দেশে একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার গঠিত হয়, যা দ্রুত নীতি নির্ধারণ ও বাস্তবায়ন করতে পারে। তাই বিএনপির মতো...