শরতের নীল আকাশ, চারদিকে সবুজের মোহময় হাতছানি-শরতের এমন নয়নাভিরাম আবহে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে মৌলভীবাজার। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সাজছে দেশের চায়ের রাজধানী। প্রতি বছরের মতো এবারও পূজার ছুটির সেরা গন্তব্য হয়ে উঠছে অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার। পাহাড়, ঝরনা আর বিস্তৃত চা-বাগানে ঘেরা এই জেলা এবারও পূজার ছুটিতে দেশি-বিদেশি পর্যটকদের পদচারণয় মুখর হয়ে উঠবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ফলে পর্যটকদের স্বাগত জানাতে হোটেল-রিসোর্ট মালিক ও পর্যটন সংশ্লিষ্টরা নিচ্ছেন নানা প্রস্তুতি। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। মৌলভীবাজার জেলায় রয়েছে অর্ধশতাধিক দর্শনীয় স্থান। এরমধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুন্ড জলপ্রপাত, হাকালুকি হাওর, হামহাম ঝরনা, আদমপুর ইকোপার্কসহ একাধিক স্পটে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। পূজার ছুটিতে এসব জায়গায় বাড়তি ভিড় আশা করছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। শুধু পর্যটনকেন্দ্র নয়, জেলার সব হোটেল-রিসোর্টও ইতোমধ্যে...