গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে অনড় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসব দাবি-দাওয়াকে কেন্দ্র করে এবার দেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে দলটি। সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে দলটির নীতিনির্ধারক পর্যায় থেকে। দাবি আদায়ে সোচ্চার থাকবে এই জোট। সরাসরি নির্বাচনে এই জোট অংশ নেবে কি না তা স্পষ্ট না হলেও দেশে একটি বিকল্প রাজনৈতিক শক্তি তৈরিতে সক্রিয় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এনসিপি বলছে, দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে বিএনপি ও জামায়াত ঘরানার বাইরের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে সংগঠিত করা হয়নি। ফলে নতুন প্রজন্মের মধ্যে একটি হতাশা জন্ম নিয়েছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছে এনসিপি, যেখানে তারুণ্যের শক্তিকে প্রাধান্য দেওয়া হবে। এনসিপির একাধিক সূত্র জাগো নিউজকে জানিয়েছে,...