হামজা চৌধুরী-শমিত সোমদের আগমনে বদলে গেছে দেশের ফুটবল। নতুন প্রাণ সঞ্চার হয়েছে ফুটবলে। বেড়েছে দর্শক জনপ্রিয়তাও। আসন্ন হংকং ম্যাচের টিকিট উন্মুক্ত করার মাত্র আধঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে। এর আগে সিঙ্গাপুর ম্যাচেও একই চিত্র দেখা গেছে। তবে দর্শকদের চাওয়া কতটা পূরণ করতে পারছেন ফুটবলাররা? সেই প্রশ্নও তোলা যায়। হংকং ম্যাচকে সামনে রেখে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মিড ফিল্ডার সোহেল রানা। এবার হংকং ম্যাচে দর্শকদের সেই চাওয়া পূরণের লক্ষ্য জানালেন তিনি। সোহেল বলেন, ‘তাড়াতাড়ি টিকিট সোল্ড আউট হওয়াটা ফুটবলের জন্য ইতিবাচক এক বার্তা। একইসঙ্গে আমাদের খেলোয়াড়দের দায়িত্ব আরও বেড়ে যায়। কারণ সিঙ্গাপুর ম্যাচেও একই জিনিস ঘটেছে। দর্শকেরা চাচ্ছিল ম্যাচটা যেন আমরা জিততে পারি, কিন্তু পারিনি। তাই এই জিনিসটা খেলোয়াড়দের...