শারজায় আগামী ২, ৩ ও ৫ অক্টোবর তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। আরব আমিরাতের শারজাহতে অনুষ্ঠেয় আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের আগে ভিসা জটিলতায় সৌম্য সরকারের খেলা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। পেশির ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া এশিয়া কাপের মাঝপথে মাঠের বাইরে ছিটকে যান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এশিয়া কাপের সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি তিনি। লিটনের জায়গায় আফগান সিরিজের জন্য বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন সৌম্য। ঐ সিরিজ খেলতেই শারজাহ যাবেন তিনি। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ভিসা পেতে অন্তত তিনদিন সময় লাগতে পারে। তাই সিরিজের শুরুতে সৌম্যর অংশগ্রহণ অনিশ্চিত। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। শারজায় আগামী ২, ৩ ও ৫...