সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দীর্ঘ ছুটি ঘিরে পাহাড়, মেঘ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে বান্দরবানে পর্যটকরা বুকিং করছেন হোটেল মোটেল এবং রির্সোট। দীর্ঘদিন নানা কারণে বান্দরবানে পর্যটক কমে গেলেও এবার পূজার ছুটিতে বান্দরবানে প্রচুর পর্যটকের ঢল নামবে বলে প্রত্যাশা করছেন পর্যটন ব্যবসায়ীরা।আর পর্যটকদের সার্বিক নিরাপত্তায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।শান্তি সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত বান্দরবান। যেখানে সুউচ্চ পাহাড়, ঝরর্ণা, মেঘ আর আকাশের সৌন্দর্য ও অবিরাম ছুটে চলা নদীর সৌন্দর্য বিমোহিত করে যেকোনো পর্যটককে। সরকারি যেকোনো বন্ধে তাই বান্দরবানের হোটেল-মোটেল আর পর্যটনকেন্দ্রগুলো ভরপূর হয়ে ওঠে দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায়। এদিকে এবারের শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ১ ও ২ অক্টোবর পূজার ছুটি ও এরপরে শুক্র ও শনিবার সরকারি ছুটিকে ঘিরে ইতোমধ্যে বান্দরবানের হোটেল-মোটেল রির্সোটগুলোর ৯০ শতাংশ রুম অগ্রীম বুকিং করেছেন পর্যটকরা,...