মাঠের পারফরম্যান্সে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন পেদ্রি। তার কাছে চাওয়া অবশ্য আরও বেশি হান্সি ফ্লিকের। স্প্যানিশ মিডফিল্ডারকে দলের নেতা হিসেবে দেখতে চান বার্সেলোনা কোচ। কোচের এমন চাওয়ায় নিজেকে এখন আরও গুরুত্বপূর্ণ মনে হচ্ছে পেদ্রির। ২০২০ সালে ১৭ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন পেদ্রি। সময়ের সঙ্গে দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের একজন হয়ে উঠেছেন তিনি। নিজেকে গড়ে তুলেছেন কাতালান ক্লাবটির মাঝমাঠের ভরসা হিসেবে। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২১০ ম্যাচ খেলেছেন পেদ্রি। ২৭ গোল করার পাশাপাশি সতীর্থদের ২১টি গোলে রেখেছেন সরাসরি ভুমিকা। চলতি মৌসুমে দলটির খেলা আট ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি। লা লিগায় লেভান্তের বিপক্ষে পান জালের দেখা। গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, স্প্যানিশ কাপ, স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন পেদ্রি; সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ ম্যাচে ৬ গোল...