বিনোদন ডেস্কঃবলিউড অভিনেতা অজয় দেবগান ও কাজল দম্পত্তির একমাত্র কন্যা নিসা দেবগান। আমোদপ্রমোদেই সর্বদা থাকতে ভালবাসেন তিনি। কখনও বিদেশে ঘুরছেন। কখনও আবার রাতের পার্টিতে জমিয়ে আনন্দ করছেন। যদিও তার এই বিলাসবহুল জীবনের জন্য সমালোচিতও হতে হয় তারকা-কন্যাকে। তবে এ বছর দুর্গা পূজোয় যেন অন্য রূপে ধরা দিলেন নিসা। তার ব্যবহার মন কেড়েছে নেটিজেনদের। ষষ্ঠীর দিন মা ও ভাইয়ের সঙ্গে পূজা মণ্ডপে আসেন তিনি। লক্ষ্মী মেয়ের মতো পূজো দেখেছেন। মাঝে মা কাজলকে আদরে ভরিয়েছেন। কখনও ভাইয়ের সঙ্গে খোশগল্পে মেতেছেন। আগে কখনও পুজোর সময় মুম্বাইয়ে থাকতে দেখা যায়নি নিসাকে। এবার অষ্টমীর দিনেও পূজো প্যান্ডেলে তিনি, সঙ্গে বন্ধু ওরি। দুইজনে মিলে অঞ্জলি দিলেন। বড় বোনের মতো ভাই...