‘রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি এক হওয়ায়’ দেশে ১০-১৫টি ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানির’ জন্ম হয়েছে মন্তব্য করে তাদের ‘শাস্তি’ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। শুধু সম্পদ জব্দ না করে তা সরকারের অধীনে নিয়ে আনার সুপারিশ করে তিনি বলেছেন, “তারা ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। এসব গ্রুপকে বাংলাদেশ ব্যাংক শনাক্ত করে ফেলেছে। এখন তাদের শাস্তির আওতায় আনতে হবে।” মঙ্গলবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ও অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি) এর যৌথ উদ্যোগে ‘মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস (এমএমআই)’ এর জুলাই-আগস্ট সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে কথা বলছিলেন ফরাসউদ্দিন। তিনি বলেন, “রাজনৈতিক শক্তি ও অর্থনৈতিক শক্তির স্বার্থটা যখন এক হয়ে যায়, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মত অনেক কোম্পানি তৈরি হয়। শুধু তাদের সম্পদ জব্দ করাই যথেষ্ট না, এই সম্পদ উদ্ধার...