বিনোদন ডেস্কঃবলিউডের ‘ব্যাড বয়’ শক্তি কাপুর। তাকে ঘিরে রয়েছে নানা বিতর্ক। তবে জানেন কি অভিনয়ের শুরুতে একবার চড় খেয়ে এই পেশা ত্যাগ করতে চেয়েছিলেন শক্তি কাপুর। সেই চড় তাকে খেতে হয়েছিল সহ-অভিনেতাদের কাছ থেকেই। এক শো’তে এসে শক্তি জানান, ১৯৮৩ সালে ‘মাওয়াই’ নামে এক সিনেমার শুটিং করছিলেন তিনি। সিনেমার প্রথম শটে কাদের খান তাকে জোরে এক থাপ্পড় মারেন। চরিত্রের প্রয়োজনেই সেই থাপ্পড়। এরপরের শটে অরুণা ইরানিও তাকে চড় মারেন, সেটিও চরিত্রের প্রয়োজনে। এত জোরে চড় মারেন যে শক্তি মেঝেতে পড়ে যান। তৃতীয়বারেও ঘটে একই ঘটনা। এরপরেই অপমানিত শক্তি কাপুর ঠিক করে নেন আর তিনি কোনোভাবেই অভিনয় করবেন না। শক্তি কাপুর বলেন, আমি কাদের খানকে গিয়ে বলি তোমার পায়ে পড়ছি। আমার টিকিট কেটে দাও। আমি...