ভোলার বোরহানউদ্দিনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তারেক জিয়ার পক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ টাকা ও বস্ত্র বিতরণ করেছেন। মঙ্গলবার দুপুরে পৌর সদরের ভাওয়াবাড়ি মন্দিরে উপজেলার ২০টি পূজামণ্ডপের সনাতনীদের মাঝে বস্ত্র ও নগদ টাকা বিতরণ করা হয়। পরে পূজা চলাকালীন যাতে কোনো বিশৃঙ্খলা না হয় তার দিকনির্দেশনা ও ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বোরহানউদ্দিন উপজেলা শাখার আয়োজনে ও পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি অধ্যাপক লিটন রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হাফিজ ইব্রাহিমের বিশেষ সহকারী আকবর হোসেন, কাজী ইকবাল, উপজেলা বিএনপির সিনিয়র সরোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ আলম, বশির...