হোয়াইট হাউজ ২০ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে, যা গাজায় ইসরায়েলের যুদ্ধ অবিলম্বে থামিয়ে দিতে পারে বলে দাবি করেছে তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রস্তাব সমর্থন করেছেন। আর ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে প্রস্তাবটি দেওয়া হয়েছে। এই শান্তি প্রস্তাব নিয়ে বিশ্বে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রস্তাবটি সমর্থন করেছেন। তিনি বলেন, ইসরায়েলের যুদ্ধের লক্ষ্য এই প্রস্তাবে অর্জিত হয়েছে। এর ফলে সব জিম্মি ইসরায়েলে ফেরত আসবে। হামাসের সামরিক সক্ষমতা নির্মূল হবে, রাজনৈতিক শাসনের অবসান হবে এবং গাজা আর কখনও ইসরায়েলের জন্য হুমকি হয়ে না ওঠা নিশ্চিত হবে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বিবৃতি প্রকাশ করা হয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফায়। এতে বলা হয়েছে, “ফিলিস্তিন রাষ্ট্র গাজা যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আন্তরিক ও সুদৃঢ় চেষ্টাকে স্বাগত জানাচ্ছে। শান্তির পথ খুঁজে...