৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, সকল ধর্মের লোকদের নিরাপত্তা পাওয়ার সম-অধিকার রয়েছে বাংলাদেশে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়েই আমরা বাংলাদেশি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই। তাই সকল ধর্মের মানুষ বাংলাদেশে নিরাপদ। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। তিনি বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজা মণ্ডপে নিরাপত্তা দেওয়ার কাজ করছি। আমরা জনগণের সেবক। জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করছি। তারেক রহমান বলেছেন, 'ধর্ম যার যার, রাষ্ট্র সবার।' তিনি আরও বলেন, 'ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।' মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেরাণীগঞ্জ মডেল থানার কোনাখোলা দুর্গা মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শনকালে বক্তব্যে তিনি এসব...