ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে ন্যায়সঙ্গত যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনী একটি ন্যায়সঙ্গত যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং এতে তারা জয়লাভ করছে। মূলত সাম্প্রতিক ইউক্রেনে রুশ বাহিনী বেশ অগ্রগতি অর্জন করেছে এবং এর মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও বার্তায় পুতিন বলেন, আমাদের যোদ্ধা ও কমান্ডাররা আক্রমণ চালিয়ে যাচ্ছেন, সমগ্র রাশিয়া এই ন্যায়সঙ্গত যুদ্ধে লড়ছে এবং কঠোর পরিশ্রম করছে। খবর আরটির।তিনি আরও বলেন, আমরা একসঙ্গে মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং আমাদের ঐতিহাসিক ঐক্য রক্ষা করছি। আমরা লড়ছি এবং জয়লাভ করছি। এদিকে রাশিয়ার ড্রোন হামলায় মঙ্গলবার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমিতে একই পরিবারের চারজন নিহত হয়েছে। ইউক্রেনের সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেগ গ্রিগোরভ সামাজিক...