লাউ একটি জনপ্রিয় সবজি। লাউ খেলে অনেক রোগ নিয়ন্ত্রণে থাকবে, এমনই বলে থাকেন চিকিৎসক ও পুষ্টিবিদেরা। তবে লাউ যতই পুষ্টিকর হোক, সবার জন্য তা স্বাস্থ্যকর নয়। পেট ঠান্ডা হবে, পেটের যাবতীয় গোলমাল কমবে। শরীরের যে কোনও সমস্যার সমাধান করতে পারে লাউ। রক্ত পরিশোধিত করা থেকে ত্বক-চুলের যত্ন, কোলেস্টেরল কমানো থেকে হার্ট ভাল রাখা- সব কিছুতেই উপকারী এই সবজি। তবে কী কী শারীরিক সমস্যা থাকলে লাউ না খাওয়াই ভাল, তা জেনে রাখা জরুরি। অন্তঃসত্ত্বারা খাবেন না:লাউয়ে কিউকারবিটাসিন নামক একটি উপাদান থাকে, যার স্বাদ তেতো। লাউ যদি খুব তেতো হয়, তা হলে অন্তঃসত্ত্বাদের না খাওয়াই ভাল। এই উপাদান শরীরে বেশি মাত্রায় গেলে বিষক্রিয়া হতে পারে। যার ফলে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে। রক্তচাপের হেরফের হতে পারে:লাউ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। হাইপারটেনশনের রোগীদের...