বৃষ্টির কারণে দুই দলের কাছ থেকেই তিনটি করে ওভার কেটে নেয়া হয়েছে। ম্যাচ ৫০ ওভার থেকে নেমে দাঁড়িয়েছে ৪৭ ওভারে। গুয়াহাটিতে শুরু হওয়া নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করে লঙ্কান বোলারদের সামনে রীতিমত ঝড় তুলেছেন ভারতীয় ব্যাটাররা। শেষ পর্যন্ত লঙ্কানদের সামনে ২৭০ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারতীয়রা। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ব্যাট করতে নেমে শুরুতেই মাত্র ৮ রান করে আউট হয়ে যান স্মৃতি মন্দানা। এরপরই প্রতিকা রাওয়াল এবং হার্লিন দেওল মিলে গড়ে তোলেন দারুণ এক জুটি। ৮১ রানের মাথায় বিচ্ছিন্ন হন তারা দু’জন। ৫৯ বলে ৩৭ রান করে আউট হন প্রতিকা রাওয়াল। ৬৪ বলে ৪৮ রান করে আউট হন হার্লিন দেওল। হারমানপ্রিত কউর ১৯ বলে ২১ রান করে আউট হন। জেমিমা...