ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে তৈরি নেটফ্লিক্সের একটি ডকুমেন্টারিতে ভুল তথ্য প্রকাশের অভিযোগে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া বিশ্বখ্যাত ওটিপি প্ল্যাটফর্মটির বিরুদ্ধে মামলা করেছে। ভ্যালেন্সিয়ার দাবি, ওই ডকুমেন্টারিতে ২০২৩ সালের একটি লা লিগা ম্যাচে বিপুল সংখ্যক ভ্যালেন্সিয়া সমর্থক ভিনিসিয়ুস জুনিয়রকে উদ্দেশ্য করে বর্ণবাদী স্লোগান দিয়েছেন বলে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ক্লাবটি জানিয়েছে, তারা আগেই প্রযোজনা প্রতিষ্ঠানকে সংশোধনের আহ্বান জানিয়েছিল, কিন্তু তা কার্যকর না হওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছেন তারা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটি নেটফ্লিক্স ও প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা হয়েছে ‘ভ্যালেন্সিয়ার সম্মানহানি’ করার অভিযোগে। মামলায় আর্থিক ক্ষতিপূরণ, সাবটাইটেলে সংশোধনী এবং আদালতের রায়ের প্রকাশ দাবি করা হয়েছে। ডকুমেন্টারিতে মেস্তায়া স্টেডিয়ামের একটি ভিডিও দেখানো হয়েছে, যেখানে ভক্তদের স্লোগানে সাবটাইটেলে ‘মোনো’ (স্প্যানিশ ভাষায়- বানর) লেখা হয়েছে। কিন্তু ভ্যালেন্সিয়ার দাবি, সমর্থকরা আসলে ‘তোন্তো’ (স্প্যানিশ ভাষায়-...