এশিয়া কাপ জেতার পরও ট্রফি কিংবা মেডেল গ্রহণ করেনি ভারত। এ বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে সেটি আবারও পিছিয়ে গিয়েছে। মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এসিসি এ বিষয়ে চূড়ান্ত সমাধানের দায়িত্ব দিয়েছে পাঁচ টেস্ট খেলুড়ে দেশ—ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে। মূলত ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানানোর পর তিনি সেটি নিয়ে যান। এরপর থেকেই ট্রফিটিকে ঘিরে অচলাবস্থা সৃষ্টি হয়। এখন পাঁচ বোর্ড—বিসিসিআই, বিসিবি, এসএলসি, এসিবি এবং পিসিবি নিজেদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক করে সমাধান খুঁজবে। অফলাইনে বৈঠক করার নির্দেশও দেওয়া হয়েছে। বিসিসিআই এরই মধ্যে বিষয়টি আইসিসি পর্যন্ত...