জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে ব্যাখ্যা দিতে হবে, না দিলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এনসিপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী নির্বাচনের আগেই বর্তমান কমিশনের নিরপেক্ষ সদস্যদের রেখে বাকিদের পদত্যাগ করতে হবে এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভদ্র ভাষায় কথা বলেন, কিন্তু ওনার কাজকর্মে আমরা ভদ্রতা পাই না। ওনি নিরপেক্ষ জায়গায় নেই। তার সব কাজ একটা দলের পক্ষে দেখতে পাচ্ছি। সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে ওনার নিরপেক্ষ থাকা উচিত। যদি ওনি কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক আচরণ করে থাকেন, ওনি গণমাধ্যমে এভাবে বলতে পারেন না—শাপলা...