ফিলিপাইনের মধ্য উপকূলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। স্থানীয় ভূকম্পন অফিস সম্ভাব্য ‘সমুদ্রপৃষ্ঠের সামান্য কম্পনের’ সম্পর্কে সতর্ক করেছে এবং লেইট, সেবু ও বিলিরান দ্বীপপুঞ্জের বাসিন্দাদের ‘সৈকত থেকে দূরে থাকতে এবং উপকূলে না যাওয়ার’ আহ্বান জানিয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ক্যালাপের প্রায় ১১ কিলোমিটার (সাত মাইল) পূর্ব-দক্ষিণ-পূর্বে, বোহোল প্রদেশের একটি পৌরসভা। এখানে প্রায় ৩৩ হাজার লোক বাস করে। ইউএসজিএস প্রথমে...