মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো শীর্ষ জেনারেল বা অ্যাডমিরালকে তাঁর পছন্দ না হয়, তাহলে তিনি তাঁকে ‘সঙ্গে সঙ্গে বরখাস্ত’ করবেন। ওই বৈঠকের সময়ই তিনি এমন করবেন বলে হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমি জেনারেল, অ্যাডমিরাল ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছি। আর যদি কাউকে আমার পছন্দ না হয়, তাহলে আমি তাদের ঠিক ঘটনাস্থলেই বরখাস্ত করব।’ বার্তা সংস্থা রয়টার্স বলছে, মার্কিন সামরিক বাহিনীর...