ইংলিশ প্রিমিয়ার লিগের একসময়ের প্রবল প্রভাবশালী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সাম্প্রতিক বিপর্যয় অনেককেই হতবাক করেছে। প্রিমিয়ার লিগে একের পর এক পরাজয়, লজ্জাজনক হার চতুর্থ বিভাগের দলের কাছে, এমনকি প্রতিদ্বন্দ্বী সিটির বিপক্ষে অপমানজনক পরাজয়—যেকোনো শীর্ষ ইউরোপীয় ক্লাবে হলে কোচের চাকরি অনেক আগেই চলে যেত। কিন্তু অদ্ভুতভাবে ম্যানইউর পর্তুগিজ কোচ রুবেন আমোরিম এখনও আছেন ওল্ড ট্র্যাফোর্ডে। প্রশ্ন উঠছে—কী এমন আছে ম্যানইউর আংশিক মালিক স্যার জিম র্যাটক্লিফ তাকে সরাতে চাইছেন না?ব্যক্তিগত পছন্দ ও সম্পর্কআসলে আমোরিমকে ঘিরে র্যাটক্লিফের ব্যক্তিগত দুর্বলতা অনেকটাই স্পষ্ট। এরিক টেন হাগের সময়ে যেমন অনাগ্রহ ছিল, আমোরিমের ক্ষেত্রে ঠিক উল্টো। গোপনে লিসবনে গিয়ে তার সঙ্গে বৈঠক করেছিলেন, প্রথম দেখাতেই মনে ধরেছিল। বুদ্ধিদীপ্ত, চিন্তাশীল আর খোলামেলা স্বভাবের জন্য তাকে “ফ্যান্টাস্টিক কোচ” বলে আখ্যা দিয়েছেন। এমনকি ট্রেনিং গ্রাউন্ডে বসে কফি খেতে খেতেই নাকি দু’জনের...