৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালু হওয়ায় দেশের বেসরকারি মেডিকেল কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। অটোমেশন খুবই জটিল ও দীর্ঘ প্রক্রিয়া। দীর্ঘ মেয়াদি এই প্রক্রিয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পছন্দমত মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তিতে আগ্রহ হারাচ্ছে। ডাক্তারী পেশার মতো মহৎ পেশায় আসতে নিরুৎসাহিত হচ্ছেন তারা। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা হতাশ ও সংক্ষুব্ধ। বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনেক আসনই ফাঁকা থেকে যাচ্ছে অটোমেশন ভর্তি প্রক্রিয়ায়। অটোমেশনের নামে বেসরকারি মেডিকেল খাতকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন সচেতন অভিভাবক ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)। ফলে অটোমেশন পদ্ধতিতে ভর্তি পক্রিয়া বাতিল করার দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ি, চলতি...