আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ব্যাপকভাবে আলোচনায় রয়েছেন আসিফ সিরাজ রব্বানী। আধুনিক পরিশীলিত দৃষ্টিভঙ্গি, তরুণদের মনস্তত্ব বোঝার দক্ষতা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে জোরালো অবস্থান নিয়ে, এরই মাঝে তিনি শিক্ষিত তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছেন। এছাড়াও তিনি শেরপুর-ধুনট জনপদের বিভিন্ন সামাজিক সংকট ও অসহায় মানুষের বিপদে আর্থিক সহায়তা নিয়ে নিয়মিত তাদের পাশে দাঁড়াচ্ছেন। এজন্য, ইতোমধ্যেই এ অঞ্চলের মানুষের কাছে তিনি একজন 'মানবিক নেতা' হিসাবে পরিচিতি পেয়েছেন। তাঁর পিতা গোলাম মো: সিরাজ বগুড়া ৫ ও ৬ আসন থেকে মোট পাঁচ বার বিএনপি'র সংসদ সদস্য নির্বাচিত হন। তার পিতামহ শহীদ গোলাম রব্বানীও ছিলেন অত্র অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত সমাদৃত ও জনপ্রিয় রাজনীতিবিদ। ঐতিহ্যবাহী রব্বানী পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতিবিদ হিসাবে...