সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসা কাঠামোয় বড় পরিবর্তন এনেছে। সোমবার দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (ICP) এক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। প্রথমবারের মতো চারটি বিশেষ ভিজিট ভিসা চালু করা হয়েছে— মানবিক বিবেচনায় নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে আমিরাত। বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের জন্য এক বছরের রেসিডেন্স পারমিট অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে এক বছরের হিউম্যানিটারিয়ান রেসিডেন্স পারমিট চালু করা হয়েছে। নতুন কাঠামোয় আয়ের ভিত্তিতে স্বজনদের স্পন্সর করে আমিরাতে আনার সুযোগ থাকছে। তবে পরিবহন খাতের ক্ষেত্রে কঠোর শর্ত যোগ হয়েছে—যেমন ট্রাক...