পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিরোজপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। জেলা বিএনপি নেতা ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি শেখ হাসানুল কবির লীন এবং জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান রনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক...