দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামীকাল বুধবার (১ অক্টোবর) থেকে টানা চার দিন দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ে দেশের দুই শেয়ারবাজারেও লেনদেন হবে না। তবে ৫ অক্টোবর (রোববার) থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি এবং ২ অক্টোবর বিজয়া দশমীর সরকারি ছুটি থাকছে। এরপর শুক্রবার ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি মিলে মোট চার দিন আর্থিক খাত অচল থাকবে। তবে গ্রাহকদের জন্য খোলা থাকবে বিকল্প লেনদেন ব্যবস্থা। এটিএম বুথ, কার্ডের মাধ্যমে পেমেন্ট, ইন্টারনেট ব্যাংকিং, ব্যাংকের মোবাইল অ্যাপ এবং বিকাশ, নগদ, রকেটসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সার্বক্ষণিক চালু থাকবে। ফলে নগদ টাকার প্রয়োজন হলে গ্রাহকেরা ব্যাংকে না গিয়েও এসব মাধ্যমে লেনদেন করতে পারবেন। বাংলাদেশ...