হংকং চায়না ম্যাচের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি শুরুর আগে দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে এলেন মিতুল মারমা। খাগড়াছড়ির গুইমারায় মারমা স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়া জাতীয় দলের গোলরক্ষক আবারও কথা বললেন এই ইস্যুতে। দেশের কোথাও এমন পরিস্থিতি কাম্য নয়, বললেন মিতুল। “শুধু পাহাড় নয়, যে ঘটনাটা ঘটেছে এই বিষয় নিয়ে লিখেছিলাম (ফেসবুকে)। আসলে শুধু পাহাড়ে নয়, বাংলাদেশের কোনো জায়গায় এমনটা হওয়া উচিত না। যার কারণে স্ট্যাটাস দেওয়া। আমরা সবাই বাংলাদেশি। এখন আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য এখানে এসেছি। আমি মনে করি, পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের জন্য ভালো, সবার জন্য ভালো', বলেন মিতুল। ৯ ও ১৪ অক্টোবর এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের দুই লেগে হংকং চায়নার বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচটি মিতুলরা খেলবেন ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে। এই...