চোটের কারণে ক্লাবের চারটি ম্যাচে খেলতে পারেননি। তবে মাঠে ফিরেই আবার পুরনো রূপে নিজেকে মেলে ধরেন লামিনে ইয়ামাল। এতে প্রশংসার জোয়ারে ভাসছেন তরুণ স্প্যানিশ তারকা, যা তার ক্যারিয়ারে এখন প্রায় নিয়মিত ঘটনা। তবে পরবর্তী ধাপে যেতে হলে তাকে কঠোর পরিশ্রম করার দিকে মনোযোগ দিতে হবে বলে মনে করেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পর এই মৌসুমের শুরুটাও বেশ ভালো করেন ইয়ামাল। লা লিগায় প্রথম তিন ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেন দুটি করে। এরপর বিশ্বকাপ বাছাইয়ে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে কুঁচকির চোটে পড়েন তিনি। ফলে ভালেন্সিয়া, নিউক্যাসল ইউনাইটেড, গেতাফে ও রেয়াল ওবিয়েদোর বিপক্ষে ম্যাচে তাকে পায়নি বার্সেলোনা। লা লিগায় গত রোববার রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলে জেতা ম্যাচ দিয়ে মাঠে ফেরেন ১৮ বছর বয়সী এই ফুটবলার।...