সম্প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেতে ভিসা পাওয়ার ক্ষেত্রে নানা জটিলতার অভিযোগ উঠেছে। বাংলাদেশি ভ্রমণপিপাসু পর্যটকদের জন্য দিন দিন বাড়ছে দুর্ভোগ ও বিড়ম্বনা। বিদেশ ভ্রমণের পরিকল্পনার শুরুতেই ভিসা পাওয়া নিয়ে হিমশিম খাচ্ছেন তারা। ক্রমেই যেন কঠিন হয়ে উঠছে বিষয়টি।ভিসার জটিলতা থেকে শুরু করে হোটেল ভাড়া, নিরাপত্তাহীনতা এবং বিনোদনের অভাব —সব মিলিয়ে ভ্রমণ একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে বলে অনেকেই জানিয়েছেন।ইউরোপ-আমেরিকা-কানাডা তো বটেই, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া এখন সোনার হরিন হয়ে উঠেছে।গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেয়। দুবাই, কুয়েত, বাহরাইন, ওমান ও কাতারে বন্ধ রয়েছে ভিসা। সর্বদক্ষিণে ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া ভ্রমণ ভিসায় দিয়েছে কঠোর শর্ত।শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়অনেক দেশ অন অ্যারাইভাল ভিসা সেবাও বন্ধ...